Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54খোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: ভয় কাটছে না নারায়ণগঞ্জে লাঞ্ছিত স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তের। বিভিন্ন হুমকির কথা উল্লেখ করে তিনি শঙ্কা প্রকাশ করছেন।
এদিকে সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের তেমন কোনো জটিল সমস্যা পাওয়া যায়নি। গত শুক্রবার শ্যামল ভক্তকে ঢামেক আনার পর থেকে তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
শ্যামল ভক্ত বলেন, ‘ফেসবুকে যা বলা হয়েছে তাতে ভয় করছে। নিরাপত্তাহীনতায় ভুগছি। বর্তমানে পুলিশ সাপোর্টে আছি। আপাতত মনে হচ্ছে নিরাপদ আছি। কিন্তু ভতিষ্যতে কি হয় তাতো বলতে পারছি না। শরীর সুস্থ হলে স্কুলে ফিরে যাব। তবে আগামী দিনগুলোতে স্কুলে গিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারবো কিনা জানি না?’
আজ বিকেলে হাসপাতালের মেডিসিনি বিভাগের অধ্যাপক এনামূল করিমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ওই শিক্ষকের শরীরে জটিল কনো সমস্যা নেই। তবে তার মাথা ব্যথার চিকিৎসা চলছে।’
প্রসঙ্গত, শিক্ষার্থীকে মারধর ও ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির’ অভিযোগে ১৩ মে শ্যামল কান্তিকে স্থানীয় সাংসদের উপস্থিতিতে মারধর ও কান ধরে ওঠ-বস করানো হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি। ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা না পেয়ে সরকারি তদন্ত কমিটি গত বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিল করে। আর শ্যামল কান্তিকে তার স্বপদে বহাল করা হয়।