Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ভারত সবসময় বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে। তারা মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে আমাদের এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। বর্তমানে একটি বিশেষ গোষ্ঠী যখন ইহুদীদের সঙ্গে হাত মিলিয়ে সরকারের পতন ঘটানোর যড়যন্ত্র করছে, তখনও ভারত একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সহায়তা করছে ।
আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চত্বরে ভারতের দেয়া দু’টি অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা ও চট্টগ্রামের সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাসির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের (এনএফএফএফ) সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন ঘোষাল ।
মন্ত্রী বাংলাদেশের অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া দুটি এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। এ্যাম্বুলেন্স দুটির মধ্যে একটি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মেয়র আ.জ.ম নাসির উদ্দিনের হাতে তুলে দেয়া হয়। অন্য এ্যাম্বুলেন্সটি দেয়া হয় ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনকে।
মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী বাংলাদেশের পাশে আছেন। ভারতের দেয়া অ্যাম্বুলেন্সগুলো বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কৃজ্ঞতার সাথে ব্যবহার করবে। তারা শ্রদ্ধার সাথে ভারতের অবদান স্মরণ রাখবে।
মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং ভারতের পক্ষে রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীলা এ্যাম্বুলেন্স দু’টির চাবি হন্তান্তর করেন।
মোজাম্মেল হক আরো বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের আশ্রয় দিয়েছিলো এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব দরবারে জনমত গঠন করেছিলো। আমরা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী ও ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ।
মন্ত্রী ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশ সফরকালে মোদী উল্লেখ করেছেন যে, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে তিনিও কাজ করেছিলেন। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, এখনো আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। সরকারের পতন ঘটানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে। ইহুদীরা যখন ষড়যন্ত্র করছে তখন আমাদের দেশের লোকজন তাদের সঙ্গে হাত মেলাচ্ছে। ভারত পরীক্ষিত বন্ধু হিসেবে সবসময় আমাদের পাশে আছে। আমি এ কারণে ভারতবাসী এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাহসী সংগ্রাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আমরা গর্বিত।