Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

55খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্য-প্রযুক্তি নির্ভর উদ্ভাবন ও উদ্যোক্তাদের সহায়তা দিতে সরকার বিভিন্ন প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আগামীতে প্রযুক্তি বাজারে বাংলাদেশী তরুণেরা নেতৃত্ব দেবে।
প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আইসিটি ডিভিশন আয়োজিত ইনোভেশন বুট ক্যাম্পে বক্তৃতাকালে এসব কথা বলেন।
অনুষ্ঠানটির সহযোগী হিসেবে ছিল বিসিসি, হাইটেক পার্ক অথরিটি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যায় অ্যান্ড ইনফরমেশন (বেসিস)।
অনুষ্ঠানে বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বিশ্বব্যাংকে ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপ প্রোগ্রামের কো-লিড টনি ইলিয়াজ, এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ ও বেসিস এর পরিচালক আশ্রাফ আবির প্রমুখ বক্তব্য দেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, উদ্যোক্তা ও তরুণদের উৎসাহিত করতে আইসিটি ডিভিশন এ বছর জাতীয় পর্যায়ে ন্যাশনাল হ্যাকাথন ও কানেক্টিং স্টার্ট আপের আয়োজন করছে। মূলত: এর লক্ষ্য ২০২১ সালের মধ্যে অন্তত এক হাজার প্রযুক্তি উদ্ভাবন খুঁজে বের করা
প্রতিমন্ত্রী আমাদের মূল শক্তি দেশের মেধাবী তরুণ সমাজ উল্লেখ করে বলেন, তাঁদের অসামান্য মেধা ও দক্ষতায় আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছি। তরুণদের এই অগ্রযাত্রায় তাঁদের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখার জন্য আমরা বছর ব্যাপী নানা রকম প্রতিযোগিতার আয়োজন করে থাকি, যাতে বর্তমান প্রজন্ম তার মেধার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটাতে পারে।
জুনাইদ আহমেদ পলক বলেন, কানেক্টিং স্টার্টআপ প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য দেশের প্রয়োজন ও চাহিদা মোতাবেক বিভিন্ন প্রযুক্তি স্টার্টআপকে সামনে এনে টেকনিক্যাল সহায়তা দেয়া। বিজয়ী পাবেন সরকারী পৃষ্ঠপোষকতায় জনতা টাওয়ার আইটি পার্কে অফিস স্পেস, কারিগরী গবেষণার সুযোগ এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় প্রোডাক্ট হিসেবে ব্র্যান্ডিংয়ের সুবিধা ।
তিনি বলেন, ৪৩৫টির বেশী আবেদন ও ৩ পর্যায়ের যাচাই বাছাই হবার পর গ্রোথ ও আইডিয়া সেক্টর থেকে ২৫টি করে মোট ৫০টি টিম পরবর্তী রাউন্ডের প্রতিযোগিতায় টিকে আছে। এই টিমগুলোও আজ আমাদের সাথে আছে।
পলক বলেন, বুটক্যাম্পে আপনারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, গ্লোবাল পর্যায়ে নিজেদের প্রোডাক্ট নিয়ে যেতে করণীয়, আন্তর্জাতিক বাজারে সফল প্রোডাক্টগুলোর বেস্ট প্র্যাকটিস ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করবেন। আইসিটি ডিভিশন মনে করে, এর মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টগুলোর আরও উৎকর্ষ সাধন করতে সক্ষম হবেন।