খোলা বাজার২৪, বুধবার, ২৫ মে, ২০১৬: আবারো কোরাম সংকট দেখা দিয়েছে সংসদীয় কমিটির বৈঠকে। আজ মঙ্গলবার বিকেলে কমিটির এক তৃতীয়াংশ সদস্য উপস্থিত না হওয়ায় ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বাতিল করতে হয়েছে। এর আাগে গত ১২ মে একই কারণে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নির্ধারিত বৈঠক বাতিল হয়।
কমিটি সূত্র জানায়, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের নির্ধারিত সময় ছিলো দুপুর ৩টা। নির্ধারিত সময়ে জাতীয় সংসদ ভবনে নির্ধারিত স্থানে হাজির হন কমিটির সভাপতি সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা। এর পর উপস্থিত হন কমিটি সদস্য গাজী ম ম আমজাদ হোসেন। এর আগে ভূমি মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত হলেও অন্য কোন সদস্য আসেননি। যোগাযোগ করেও কারো উপস্থিতি নিশ্চিত করা যায়নি। ফলে নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পর বৈঠক বাতিল করে সকলেই চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি রেজাউল করিম হীরা বলেন, সদস্যদের আগে থেকেই চিঠি দিয়ে বৈঠকের তারিখ-সময় জানানো হয়েছিল। কিন্তু কেন আসেননি তা জানা যায়নি। শুনেছি অনেকেরই এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকায় তারা আসতে পারেননি। আর কোরাম পূর্ণ না হওয়ায় বৈঠক বাতিল করতে হয়েছে।
কার্যপ্রণালী বিধি অনুযায়ী বৈঠকের কোরাম পূর্ণ হতে এক-তৃতীয়ায়শ সদস্যের উপস্থিতি প্রয়োজন। সেক্ষেত্রে ১০ সদস্যের কমিটির কোরাম হতে সভাপতিসহ তিনজনের উপস্থিতি প্রয়োজন হয়। কিন্তু উপস্থিত হয়েছিলেন সভাপতি ও একজন সদস্য। ফলে গুচ্ছগ্রাম প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়নি।
এর আগে গত ১২ মে নির্ধারিত সময়ের আগেই কমিটির সভাপতি ইমরান আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত হন। এরপর আসেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া। কিন্তু প্রতিমন্ত্রীসহ কমিটির অন্য কোন সদস্য বৈঠকে উপস্থিত হননি। বারবার যোগাযোগ করেও কারো সাড়া পাওয়া যায়নি। বেলা সোয়া ১২টা পর্যন্ত অপেক্ষার পর সভাপতি বৈঠক বাতিল করেন।