Sun. Aug 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, বুধবার, ২৫ মে, ২০১৬: যপেটেন্ট লঙ্ঘনের মামলা দায়ের করা হলো দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে।
স্যামসাংয়ের বিরুদ্ধে এবার চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে পেটেন্ট লঙ্ঘনের মামলা দায়ের করেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও চীনের শেনঝেন প্রদেশের দুটি আদালতে পৃথকভাবে মামলা করেছে হুয়াওয়ে।
বর্তমানে বিশ্বের শীর্ষ মোবাইল ব্র্যান্ড স্যামসাংয়ের বিরুদ্ধে হুয়াওয়ের অভিযোগ, স্যামসাং তাদের কয়েকটি ফোনে হুয়াওয়ের চতুর্থ প্রজন্মের (ফোরজি) সেলুলার যোগাযোগ প্রযুক্তি, অপারেটিং সিস্টেম এবং ইউজার ইন্টারফেস সফটওয়্যর কোনো ধরনের অনুমতি ছাড়াই ব্যবহার করছে। স্যামসাংয়ের ফোনে হুয়াওয়ের কোন প্যানেন্টটি ব্যবহৃত হচ্ছে, তা সংবাদমাধ্যমের কাছে খোলাসা করেনি হুয়াওয়ে।
এদিকে স্যামসাং রয়টার্সকে জানিয়েছে, ব্যবসায়িক কারণেই হুয়াওয়ের দায়ের করা মামলার বিপরীতে তারা যথাযথ পদক্ষপে নেবে।
হুয়াওয়ের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বিভাগের সভাপতি টিং জিয়ানজিং বলেন, ‘আমরা আশা করি স্যামসাং আমাদের পেটেন্ট লঙ্ঘন বন্ধ করবে এবং হুয়াওয়ে থেকে প্রয়োজনীয় লাইসেন্স নেবে।’
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, স্যামসাং হয়তো আদালতের বাইরেই এ ব্যাপারে হুয়াওয়ের সঙ্গে সমঝোতা করবে।
স্যামসাংয়ের বিরুদ্ধে এর আগে পেটেন্ট জালিয়াতির অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল। ২০১১ সালে অ্যাপল যুক্তরাষ্ট্রে স্যামসাংয়ের বিরুদ্ধে প্রথম পেটেন্ট ভঙ্গের অভিযোগে মামলা করে। ওই মামলায় স্যামসাং বিরুদ্ধে আইফোন ও আইপ্যাড থেকে নকল করে গ্যালাক্সি সিরিজের পণ্য তৈরির অভিযোগ আনে অ্যাপল। অ্যাপলের মামলার পর স্যামসাংও অ্যাপলের বিরুদ্ধে ফটো সিনক্রোনাইজেশনসহ বিভিন্ন পেটেন্ট চুরির অভিযোগে মামলা করে।
যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে স্যামসাং ও অ্যাপল পেটেন্ট চুরি নিয়ে একে অপরের বিরুদ্ধে দায়ের করা বেশ কয়েকটি মামলা লড়ছে। এর মধ্যে কয়েকটি মামলার রায় অ্যাপলের পক্ষে গেছে।

অন্যরকম