Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬: পবিত্র রমজান মাসে মাংসের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
রমজান মাসে প্রতি কেজি গরুর মাংস ৪২০ টাকা, খাসির মাংস ৫৭০ ও মহিষের মাংস ৪০০ টাকা দরে বিক্রি করা হবে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিয়ম সভায় এ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।
আগামী ২৬ রমজান পর্যন্ত নির্ধারিত এই মূল্য বহাল থাকবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান ও বিভিন্ন ব্যবসায়ী নেতা।