খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬: ভারতের মাটিতে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছিলেন সেই ১৫ বছর আগে। এ দীর্ঘ সময়ের মধ্যে তারা অনেকবারই ক্রিকেটের তিন ফরম্যাটে মুখোমুখি হয়েছে। তবে ভারতে গিয়ে টেস্ট ম্যাচ খেলা সম্ভব হয়ে ওঠেনি বাংলাদেশের। তবে আগামী সেপ্টেম্বরে ভারত সফরে টেস্ট ম্যাচ খেলার সিদ্ধান্ত নিচ্ছে এ দুটি দল।
যদিও কথা হয়েছিল আগামী আগস্টে বাংলাদেশ ভারত সফরে যাবে। কিন্তু বিসিবির এক পরিচালক জানান, আগস্টে নয়, সেপ্টেম্বরে টেস্ট হবে। আর সেই টেস্ট সিরিজটির নাম দুর্জয়-গাঙ্গুলি ট্রফি রাখা হতে পারে। কেননা ২০০০ সালে প্রথমবারের মতো নাইমুর রহমান দুর্জয় ও সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বেই দল দুটি টেস্ট ম্যাচ খেলেছিল।
প্রয়াত জগমোহন ডালমিয়া বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কথা দিয়েছিলেন ২০১৬ সালে বাংলাদেশ ভারত সফরে যেতে পারবে। তার কথার ওপর ভিত্তি করেই দুই বোর্ডেএ টেস্ট সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে।
তবে এ বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। শুধু এটুকুট জানা গেছে আগস্টের পরিবর্তে সেপ্টেম্বরে টেস্ট সিরিজ আয়োজন করতে চায় বিসিসিআই। যার নামকরণ করা হতে পারে দুর্জয়-গাঙ্গুলী ট্রফি।
বিসিবি অবশ্য টেস্টের সঙ্গে একটি ওয়ানডে ম্যাচের প্রস্তাবও দিয়েছিল। তবে জানা গিয়েছে বিসিসিআই ওয়ানডে সিরিজের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে চাইছে। আর তৃতীয় দেশ হিসেবে নিউজিল্যান্ডের অংশগ্রহণ করার কথা রয়েছে।