খোলা বাজার২৪, শুক্রবার, ২৭ মে ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও: জেলা সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এছাড়াও বক্তব্য দেন, সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, সদর থানার ওসি মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।