খোলা বাজার২৪, শনিবার, ২৮ মে ২০১৬: জাতীয় দলের জার্সিতে অভিষেকেই ইতিহাস গড়লেন মার্কাস রাশফোর্ড। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে অভিষেকে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ এই ফরোয়ার্ড।
শুক্রবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাশফোর্ড ও ওয়েইন রুনির গোলে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।
এদিন রাশফোর্ডের বয়স ছিল ১৮ বছর ২০৮ দিন। তিনি ভেঙে দিয়েছেন টমি লটনের ৭৮ বছরের অক্ষত রেকর্ড। ১৯৩৮ সালে ১৯ বছর ১৬ দিন বয়সে ইংল্যান্ডের হয়ে অভিষেকে গোল করে করেছিলেন লটন।
আরেকটি কীর্তিও গড়েছেন রাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের হয়ে গোল করা তৃতীয় কমবয়সী খেলোয়াড় তিনি। এর আগে ওয়েইন রুনি ১৭ বছর ৩১৭ দিন ও মাইকেল ওয়েন ১৮ বছর ১৬৪ দিন বয়সে গোল করেছিলেন।
শুক্রবার রাতে সান্ডারল্যান্ডের মাঠ স্টেডিয়াম অব লাইটে ম্যাচের শুরুতেই রেকর্ড গড়া গোলটি করেন রাশফোর্ড। ম্যাচের বয়স তখন কত জানেন? ১৩৮ সেকেন্ড!