Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ওয়ানকুয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। আজ সোমবার সকাল ৯টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদকে কোনোভাবেই সমর্থন করে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
গত শনিবার ৩৯ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে তিন দিনের সফরে বাংলাদেশে আসেন চ্যাং ওয়ানকুয়ান।