খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: ‘ইচ্ছে করইে’ নখিোঁজ সংবাদ উপস্থাপকিা নপিা!মাছরাঙা টিভির সংবাদ উপস্থাপিকা সাবিনা নিপা অপহরণের ১৫দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিপার খোঁজে তার পরিবারের কেউ পুলিশের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করেনি। সব মিলিয়ে নিপার নিখোঁজ হওয়ার বিষয়টি এখনো রহস্যই রয়ে গেছে।
নিপার মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই হুমায়ুন কবীর সোমবার বলেন, ‘এখনো নিপার কোনো খোঁজ পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। তবে তার নিখোঁজ হওয়ার বিষয়টি রহস্যজনক। কারণ এর আগেও নিপা এধরনের অপহরণের নাটক সাজিয়ে নিখোঁজ ছিল। কেউ যদি ইচ্ছে করে নিখোঁজ হয় তাকে খুঁজে পাওয়া কঠিন।’
নিপার পরিবারের কথা উল্লেখ করে পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নিপার পরিবারের কেউ পুলিশের সঙ্গে কোনো ধরনের যোগোযোগ করেনি। তাই প্রাথমিক তদন্তে যতটুকু বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে, তিনি ইচ্ছে করেই নিখোঁজ রয়েছেন।’
নিপার খোঁজ নিতে কথা হয় তার পরিবারের সঙ্গে। নিপার ভাই কাজী রাকিব উদ্দিনের দাবি, ‘নিপা নিখোঁজ হওয়ার পর আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু পরবর্তীতে কোন খোঁজ না পাওয়ায় আমরা হতাশ। এখন আমরা নিজেরাই তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।’
জানা গেছে, নিপা রাজধানীতে এসে বাবু নামের এক তরুণকে বিয়ে করেছিলেন। এটিই ছিল নিপার প্রথম বিয়ে। প্রথম বিয়ের পর নিপা বেশ কিছুদিন মিডিয়াতে মডেল হিসেবে কাজ করেন। পরে ২০০৮ সালে একটি টিভি চ্যানেলের বাণিজ্যিক বিভাগে কর্মরত এক তরুণকে বিয়ে করেন। ২০১৪ সালে তাদের দাম্পত্য জীবন শেষ হয়। ডিভোর্সের ৫ মাসের মাথায় ৬০ বছর বয়সী ব্যবসায়ী হাজি রুহুল আমিনকে বিয়ে করেন নিপা। এটি ছিল নিপার তৃতীয় বিয়ে।
পুলিশের প্রাথমিক তদন্তেও নিপা ও তার স্বামীর একাধিক বিয়ের খবর পাওয়া গেছে। নিপার পারিবারিক জীবন নিয়ে ঝামেলা চলছিল। সবশেষ বিয়েতে নিপা তার স্বামী রুহুল আমিনের কাছ থেকে একটি ফ্ল্যাট নিয়েছেন। কিন্তু তার এ সংসারও ভালো যাচ্ছিল না।
এদিকে নিপার ‘নিখোঁজ’ কাণ্ডের পর থেকে রুহুল আমিন পলাতক রয়েছেন।
এর আগে নিপার নিখোঁজের পর তার ভাই রাকিব দাবি করেছিলেন, নিপার সঙ্গে স্বামী রুহুল আমিনের দাম্পত্য কলহ চলছিল। রুহুল নিপাকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছিলেন। এজন্য গুলশান থানায় এসে ১৭ মে রাতে জিডিও করে গেছেন নিপা। ফেরার পথেই তিনি অপহৃত হন। এরপর থেকে নিপার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।
পরে তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছিলেন, যে মোবাইল নম্বর থেকে নিপাকে হুমকি দেওয়া হয়েছিল তা তদন্ত করে দেখা হয়েছে। তদন্তে ওই নম্বরে হুমকির বিষয়টি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।
গত ১৭ মে রাত সাড়ে নয়টার দিকে গুলশান থানায় স্বামী রুহুল আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করে ফেরার পথে তেজগাঁও শিল্পাঞ্চল থানার আড়ংয়ের সামনে থেকে ‘নিখোঁজ’ হন নিপা। নিপার ‘অপহরণে’র বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি জিডি করেছে নিপার কর্মস্থল বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা।