Sun. Sep 21st, 2025
Advertisements

43খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: মাহরি ‘কথতি বর’ শাওন ২ দনিরে রমিান্ডিেচত্রনায়িকা মাহির বিয়ে হতে না হতেই অনলাইনে ভাইরাল হয়ে উঠে ‘আগের বিয়ে’র ছবি। ওইসব ছবিতে শাওন শাহরিয়ার নামের এক যুবকের সঙ্গে তাকে দেখা যায়।
শাওনের দাবি, মাহির সঙ্গে অনেক আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল তার। এ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলে মাহি মামলার হুমকি দেন। এবার সে মামলায় রিমান্ডে গেলেন শাওন।
লিখিত অভিযোগে মাহি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে শাওন হুমকি দিচ্ছে। অভিযোগ আমলে নিয়ে রোববার শাওনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এদিকে ২৫ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন ‘অগ্নি’-খ্যাত