Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: জন্মনিয়ন্ত্রণকে ‘প্রত্যাখ্যান করে’ আরো অধিক সংখ্যায় সন্তান জন্ম দেওয়ার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় আজ সোমবার তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘মুসলিমদের জন্য জন্মনিয়ন্ত্রণ নয়, আরো বেশি সন্তান নিন।’

এরদোয়ানের টেলিভিশন ভাষণের কথা উদ্ধৃত করে এ বিষয়ে খবর প্রকাশ করেছে বিবিসি।
টেলিভিশন ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘কোনো মুসলিম পরিবারেরই জন্ম নিয়ন্ত্রণের কথা বিবেচনা করা উচিত নয় এবং তাদের উচিত আরো বেশি করে বংশ বৃদ্ধি করা।’
প্রেসিডেন্ট এরদোয়ান এর আগেও জন্মনিয়ন্ত্রণকে ‘রাষ্ট্রদ্রোহিতার সমান অপরাধ’ বলে মন্তব্য করেছিলেন। সে সময় নারীপুরুষের সাম্যের ধারণাকেও উড়িয়ে দিয়েছিলেন তিনি।
বিবিসি জানায়, এরদোয়ানের এই বক্তব্যের পর দেশটিতেই প্রতিবাদের ঝড় উঠেছে। দেশটির বেসরকারি সাহায্যদাতা প্রতিষ্ঠানসহ নারী অধিকার সংগঠনগুলো প্রেসিডেন্টের বক্তব্যের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহেই তুরস্কের মিত্র দেশ পাকিস্তানে জন্মনিয়ন্ত্রণের অন্যতম অনুষঙ্গ কনডমের বাণিজ্যিক প্রচার প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। ‘কনডমের বিজ্ঞাপন শিশুদের নিষ্পাপ মনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে’ -এমন কারণ দেখিয়ে দেশের টেলিভিশন ও এফএম রেডিও চ্যানেলগুলোকে তা সম্প্রচার থেকে বিরত থাকতে বলেছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি।
সরকারি ওই অধিদপ্তরটির ভাষ্য, এই বিজ্ঞাপনগুলো দেখে শিশুদের কৌতূহলী মনে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হয়। আর সাধারণ জনগণ চায় না তাদের শিশুরা এ ধরনের বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হোক।
কনডমের বিজ্ঞাপন নিষিদ্ধ হওয়ার পর পাকিস্তানের রক্ষণশীল জনগণের একাংশ এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে। তবে অন্যরা বলছে, কনডমের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা সরকারের পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ নীতির সঙ্গে সাংঘর্ষিক।
এ ছাড়া পাকিস্তানের রক্ষণশীল অংশটি বিভিন্ন রোগের টিকা দেওয়ারও বিরোধিতা করে। এ কারণে সেখানে বহু টিকাদান কর্মীকে আক্রমণ এমনকি হত্যার শিকার হতে হয়েছে।