Thu. Sep 18th, 2025
Advertisements

48খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে।
আগামী ২ জুন বাজেট ঘোষণার ১৫ থেকে ২০ দিন পর এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তদন্ত কমিটির প্রধান ড. মোহাম্মদ ফরাসউদ্দীন অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। কমিটির অপর দুই সদস্য অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস ও বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ এপ্রিল অন্তর্র্বতীকালীন প্রতিবেদন জমা দিয়েছিল কমিটি।
এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমি মাত্র প্রতিবেদনটি পেলাম। এখনো দেখি নাই এতে কী আছে। আমি আগে পড়ে দেখি, তারপর অবশ্যই এটি প্রকাশ করা হবে।
‘বাজেট ঘোষণার (২ জুন) ১৫-২০ দিন পর এটা প্রকাশ করা হবে’ বলে জানান তিনি।
‘ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না’- এ প্রশ্নের জবাবে মুহিত বলেন, আমি আগে দেখি ঘটনাটা কীভাবে ঘটল এবং আমি কী করতে পারি?
পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার পর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন সাংবাদিকদের বলেন, ৭৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। আজ ৭৫তম দিন। প্রতিবেদনের বিষয়ে আমি সন্তুষ্ট।