খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর নবনিযুক্ত অফিসারদের জন্য ‘ইনডাকশন কোর্স অন ব্যাংকিং’ শীর্ষক সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ২৯ মে, ২০১৬ ব্যাংকের ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ৩০ মে, ২০১৬ আয়োজিত এক অনুষ্ঠানে চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও পরিচালক বদিউর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মাজহারুল ইসলাম এবং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ নবনিযুক্ত অফিসারদের ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্বাগত জানান। তিনি বলেন, একটি শরীয়াহ্ ভিত্তিক আধুনিক ব্যাংক হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের যথেষ্ট সুনাম রয়েছে। ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে এ সুনাম ও মর্যাদা অক্ষুন্ন রাখতে একযোগে কাজ করতে হবে। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যে নতুন অফিসারদের কর্মক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার উপদেশ দেন। তিনি সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বিচক্ষণতার সাথে কর্মক্ষেত্রে প্রয়োগের নির্দেশ প্রদান করেন।