Tue. Sep 16th, 2025
Advertisements

4kখোলা বাজার২৪, বুধবার, ০১ জুন ২০১৬: মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকালে গুলশানে নিজ বাসায় হৃৎরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যাতে অফিস করেন ফাহিম মুনয়েম।
এর আগে, ফাহিম মুনয়েম দ্য ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। প্রখ্যাত সাংবাদিক সৈয়দ নুরুদ্দিনের ছেলে সৈয়দ ফাহিম মুনয়েম সংবাদ, মর্নিং সান, ইউএনবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।