Sun. Sep 21st, 2025
Advertisements

fakhrul 16-9-2015খোলা বাজার২৪, বুধবার, ০১ জুন ২০১৬: বেসরকারী টিভি চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এবং ডেইলি স্টার পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম আজ বুধবার ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকতা জীবনে তাঁর পেশায় রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সাংবাদিকতা জীবনে তিনি স্বাধীন সাংবাদিকতার উদ্দেশ্যকে সামনে রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন কর্মনিষ্ঠ ও সজ্জন ব্যক্তি হিসেবে সবার নিকট অত্যন্ত সমাদৃত ছিলেন।”
বিএনপি মহাসচিব বলেন, “গণতন্ত্র ও মুক্ত মত প্রসারে তাঁর ভূমিকার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”