খোলা বাজার২৪, বুধবার, ০১ জুন ২০১৬: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে তৃতীয় এবং শেষদিনের মতো রাজধানীর বিভিন্ন স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার দুপুরে তিনি রাজধানীর মহাখালী থেকে খাবার বিতরণ কর্মসূচি শুরু করেন। শাহীনবাগ, আরজতপাড়া, এসডিসি গেইট, সাতরাস্তা, নাবিস্কো, রামপুরার আল আমিন মার্কেটের সামনে, মধ্যবাড্ডার মোল্লাপাড়া, নতুন বাজার, মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনার, শাহ আলী মাজার, ন্যাশনাল বাংলা স্কুল (মিরপুর-২), অনিক প্লাজা (পল্লবী), শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, খিলক্ষেত নিকুঞ্জ, আমির কমপ্লেক্স, দক্ষিণখান প্রভৃতি এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন।
খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।
গত সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া এভিনিউয়ের টিঅ্যান্ডটি মাঠ থেকে খাবার বিতরণ কর্মসূচি শুরু করেন খালেদা জিয়া। রোববারও ঢাকার বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেন তিনি।