Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪, বুধবার, ০১ জুন ২০১৬: আবারও বাবা-মা হলেন বলিউডের তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা।
তাদের ঘর আলো করে মঙ্গলবার দিবাগত রাতে পরিবারের নতুন এ সদস্যের জন্ম হয়েছে। এটি তাদের দ্বিতীয় পুত্র সন্তান। তাদের দুই বছরের সন্তান রিয়ান এর নামে রয়েছে একটি টুইটার একাউন্ট। আর তাতেই সে লিখেছে, আমার বাবা-মা আমাকে একটি ভাই উপহার দিয়েছে। এখন থেকে আমার সব খেলনা ওর।
এদিকে রিতেশ বাবা হবার অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বলেন, এ অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। এখন আমি দুই পুত্রের গর্বিত বাবা। সবাই দোয়া করবেন। বর্তমানে জেনেলিয়া ও সন্তান দুজনই সুস্থ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবির কাজ করতে গিয়ে প্রথ দেখা হয় রিতেশ-জেনেলিয়ার। সেখান থেকেই শুরু হয় প্রেম। দীর্ঘ নয় বছর চুটিয়ে প্রেম করেন তারা। ২০১২ সালে বিয়ের বন্ধনে জড়ান এ দুই তারকা। এর দুই বছর পর প্রথম পুত্রসন্তান রিয়ানের জন্ম হয়। বর্তমানে জেনেলিয়া অভিনয়ে সাময়িক বিরতি নিলেও চুটিয়ে কাজ করছেন রিতেশ।
খুব শিগগিরই তার অভিনীত ‘হাউসফুল-৩’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এছাড়াও তিনি কাজ করছেন ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ছবিটির। এ দুটি ছবিই বক্স অফিসে নতুন করে ঝড় তুলবে বলে ধারণা করা হচ্ছে।