Tue. Sep 23rd, 2025
Advertisements

ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কারণে সহিংসতা বাড়ছে: ওবায়দুল কাদেরখোলা বাজার২৪, শুক্রবার, ০৩ জুন ২০১৬ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অতিমাত্রায় বিদ্রোহী প্রার্থীর কারণে সহিংসহতা হচ্ছে। দলীয় প্রতীকে এই নির্বাচন আমাদের প্রথম পরীক্ষামূলক নির্বাচন। অভিজ্ঞতার নির্বাচন। ভবিষ্যতে বিদ্রোহের প্রবণতা কমে গেলে সহিংসতাও কমে যাবে।
আজ দুপুরে মানিকগঞ্জে ঢাকা-পাটুরিয়া মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-পাটুরিয়া মহাসড়কের দুই লেনের রাস্তাটি চার লেনে উন্নীত করার লক্ষ্যে আগামী সেপ্টেম্বর থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্ভবত যাচাইয়ের কাজ শুরু করবে।’
বাজেট নিয়ে বিএনপির মন্তব্যের বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিরোধীরা আট বছর ধরেই বলে আসছে গণবিরোধী বাজেট। এটা নতুন কোনো কিছুই নয়। পুরোনো কথা নতুন করে বলা। কাজেই এটা নাথিং নিউ।’ অর্থমন্ত্রীর মূল্যায়নই তাঁর কথা বলেও তিনি মন্তব্য করেন।
পরে মন্ত্রী পাটুরিয়াঘাট এলাকায় সওজের একটি বাংলোর উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, সচিব এস এ এম সিদ্দিকী, ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, সওজের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।