Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : সেপটিক শক কিংবা প্রাকৃতিক কোনো কারণে শরীরের রক্তের চাপ বিপজ্জনক মাত্রায় নেমে আসায় কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।
তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন, ৭৪ বছর বয়সী মোহাম্মদ আলী শনিবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের ফিনিক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
কেনটাকির লুইসভিলে শুক্রবার তার নিজের শহরে মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন হবে। এর আগে সর্বস্তরের জনগণ যাতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে সে ব্যবস্থা করা হবে।
মোহাম্মদ আলীর পরিবারের মুখপাত্র বব গানেল বলেছেন, ‘তিনি ছিলেন বিশ্বনাগরিক এবং তার ইচ্ছা ছিল সর্বস্তরের জনগণ যেন তার দাফন কাজে অংশ নিতে পারে। তবে ইসলামি ঐতিহ্য মেনেই এটি অনুষ্ঠিত হবে।’
মোহাম্মদ আলীর মৃত্যুতে এক শোক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘মোহাম্মদ আলী সারা বিশ্বকে নাড়া দিয়েছিলেন। আর এতে বিশ্বের কল্যাণই হয়েছিল।’
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
মুষ্টিযোদ্ধার ২১ বছরের ক্যারিয়ারে মোহাম্মদ আলী মোট ৬১টি লড়াইয়ে অংশ নিয়ে ৫৬টিতে জয় পেয়েছেন। তিনি তিনবার হেভি ওয়েট আর একবার লাই ওয়েট চ্যাম্পিয়ন হয়েছেন।
কীভাবে মানুষ তাকে মনে রাখবে, এমন এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী বলেছিলেন, একজন মানুষ যে তার লোকদের বিক্রি করে দেয়নি সেভাবেই যেন সবাই তাকে মনে রাখে । তবে এটা যদি বেশি মনে হয়, তাহলে বরং একজন ভালো মুষ্টিযোদ্ধা হিসাবেই সবাই তাকে মনে রাখে। ‘তবে আমি কতোটা ভালো ছিলাম সে হিসেবেও যদি কেউ আমাকে মনে না রাখে তাহলেও আমি কিছু মনে করবো না।’
ক্যাসিয়াস মার্সেলাস ক্লে’র জন্ম হয়েছিল ১৯৪২ সালের ১৭ জানুয়ারি কেনটাকি রাজ্যের লুইভিল শহরে। আর এই ক্যসিয়াস ক্লে ১৯৬৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম বদলে হয়ে যান মোহাম্মদ আলী।