Fri. Sep 19th, 2025
Advertisements

19kখোলা বাজার২৪, সোমবার, ১৩ জুন ২০১৬: মডেল মৌনিতা খান ঈশানার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।
ঢাকার সিএমএম আদালতে রোববার প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. নাসির উদ্দিন সরকার। ঈশানা ঢাকার মহানগর হাকিম মো. সাজ্জাত হোসেনের আদালতে হাজিরা দেন।
গত ২৮ এপ্রিল ঢাকার মহানগর হাকিম মো. মারুফ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন ঈশানা।
মামলার বাদী প্রযোজক অভিনেতা মারুফ খান প্রেম গত ৩ ফেব্র“য়ারি মৌনিতা খান ঈশানার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে প্রথমে একটি মানহানি মামলা করেন ও পরে গত ১ মার্চ উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আরেকটি মামলা দায়ের করেন। দুটি মামলায় ঈশানা জামিনে রয়েছেন।
আরজিতে বলা হয়েছে, শুটিং সেটে বাদী প্রযোজক মারুফ খান প্রেমের অনুপস্থিতে ঈশানা তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। সেইসঙ্গে ফেসবুকে একটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট করেন।
এতে বাদীর সুম্মানহানি, সামাজিক ও আর্থিকভাবে ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।