Wed. Sep 17th, 2025
Advertisements

42খোলা বাজার২৪, সোমবার, ১৩ জুন ২০১৬: আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয়। পাত্রী, পাঞ্জাবের মেয়ে বিমানসেবিকা রচনা শর্মা।
সূত্রের খবর, শিগগিই রচনা শর্মার সঙ্গে গাটছড়া বাঁধতে চলেছেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার অন্যতম সদস্য বাবুল সুপ্রিয়। সম্প্রতি তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ আগস্ট দিল্লিতে ওই পাঞ্জাবি কন্যার সঙ্গে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসবেন জনপ্রিয় এই গায়ক।
দিল্লিতে গাটছড়া বাঁধলেও কলকাতায় বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করতে পারেন বাবুল। তবে সেটা কবে হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
বাবুল সুপ্রিয়র দ্বিতীয় বিয়ের খবরে ইতোমধ্যেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৪৬ বছর বয়সী বাবুল সুপ্রিয় এর আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। ১৯৯৫ সালে রিয়াকে বিয়ে করেন তিনি। ২০০৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ১৪ বছরের এক মেয়েও রয়েছে সে সংসারে।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন বাবুল সুপ্রিয় । পরে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় একমাত্র বাঙালি মন্ত্রী হিসেবে তিনি স্থান পান।