খোলা বাজার২৪, সোমবার, ১৩ জুন ২০১৬: অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসকে আইফোন উদ্ভাবনের জন্য কৃতিত্ব দেওয়া হলেও মার্কিন এক রাজনীতিবিদ মনে করেন, তিনি আইফোনের উদ্ভাবক নন।
অ্যাপলের যুগান্তকারী পণ্য হিসেবে ধরা হয় আইফোনকে। ২০০৭ সালে স্টিভ জবসের হাত ধরে আইফোনের যাত্রা শুরু।
তবে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভের সদস্য ডেমোক্রেটিক দলের বিশিষ্ট নেত্রী ন্যানসি পেলোসি স্টিভ জবসকে আইফোন উদ্ভাবনকারীর কৃতিত্ব দিতে চান না। গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ন্যানসি বলেছেন, জবস আইফোন উদ্ভাবন করেননি, বরং তিনি এর নকশার ক্ষেত্রে ভালো কাজ করেছেন। সম্প্রতি ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন প্ল্যাটফর্ম হেয়ারিংয়ে তিনি এ কথা বলেন।
পেলোসি বলেন, জিপিএস, ডিজিটাল ক্যামেরার মতো স্মার্টফোন প্রযুক্তিগুলো ফেডারেল রিসার্চ থেকে এসেছে। এসব প্রযুক্তি একসঙ্গে করে অ্যাপল আইফোন তৈরি করেছে। সিনেট