Wed. Sep 17th, 2025
Advertisements

Natore Pic-14.06.16-2খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: তাপস কুমার, নাটোর: জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সপ্তাহব্যাপী পুলিশের বিশেষ অভিযানের চতুর্থ দিনে নাটোরের বড়াইগ্রাম জামায়াতের আমীর এবং এনএস কলেজ শিবিরের সভাপতি সহ মোট ৬৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশের সাঁড়াশি অভিযানে তাদেরকে আটক করা হয়। তবে জঙ্গী সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নাটোরের সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, চলমান অভিযানে রাতে জেলার বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর আবুল হাশেম এবং এনএস সরকারী কলেজ শাখা শিবিরের সভাপতি নাজিম উদ্দিন সহ বিভিন্ন মামলার মোট ৬৩ জনকে আটক করা হয়। এসময় শহরের হুগোল বাড়িয়া এলাকা থেকে লিফলেট, জিহাদী বই সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের সাথে জঙ্গী সংশ্লিষ্ট রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। বিশেষ অভিযানে গত চার দিনে মোট ২২১জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।