Thu. Sep 25th, 2025
Advertisements

38খোলা বাজার২৪, শুক্রবার, ১৭ জুন ২০১৬: চারদিন ধরে নিখোঁজ রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুরের উত্তরপাড়া গ্রামের শিশু শিক্ষার্থী তানজিলা খাতুন চুমকির (৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রামের রিয়াদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে পুলিশ রিয়াদের ঘর থেকে মাটি খুঁড়ে শিশুটির লাশ উদ্ধার করে বলে জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।
পুলিশ জানায়, রামনাথপুরের উত্তরপাড়া গ্রামের শাহজাহানের মেয়ে চুমকি চারদিন ধরে নিখোঁজ ছিল। আজ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শিশুটির প্রতিবেশী কলেজছাত্র রিয়াদের ঘর থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় রিয়াদকে আটক করা হয়।
আটক রিয়াদের বরাত দিয়ে উপপরিদর্শক (এসআই) দেবাশীষ দাবি করেন, প্রতিবেশী রিয়াদ শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু ব্যর্থ হয়ে শিশুটিকে গলা টিপে হত্যা করে। পরে তার লাশ লুকিয়ে ফেলার জন্য নিজের ঘরে গর্ত খুঁড়ে পুতে রাখে।
এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে বলে জানান এসআই।