খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে জঙ্গীবাদের অপতৎপরতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকালে ১৪ দলের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ১৪ দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুহা: সাদেক কুরাইশী, সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্ত্র নাথ রায় প্রমুখ। বক্তারা বলেন, গুপ্ত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুান্যালের মাধ্যমে কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়াও বক্তারা দেশবাসীকে গুপ্ত হত্যা, জঙ্গি তৎপরতা ও দেশী বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।