Tue. Sep 23rd, 2025
Advertisements

43খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: প্রথম চিত্রনায়িকা মাহিয়া মাহি তার বর অপুকে নিয়ে ছোটপর্দার একটি অনুষ্ঠানে হাজির হতে যাচ্ছেন। মাছরাঙা টেলিভিশনের প্রচারের অপেক্ষায় থাকা এ অনুষ্ঠানের নাম আপাতত রাখা হয়েছে ‘কেমিস্ট্রি’।
এবারের ঈদে এই আসরের বিশেষ অতিথি হচ্ছেন সদ্য বিবাহিত দম্পতি মাহিয়া মাহি ও তার স্বামী অপু।
অনুষ্ঠানটি নিয়ে মাহি বলেন, আমার চেয়ে আমার বর অপুর এ অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে বেশ চিন্তিত। কি কাপড় পরবেন কিংবা ক্যামেরার সামনে কি প্রশ্নের উত্তর দেবেন এসব বিষয় নিয়ে চিন্তা করছেন। ২১শে জুন অনুষ্ঠানটি রেকর্ডিং হবে। আমার মনে হয় ঈদে দর্শকরা এ অনুষ্ঠানটি বেশ উপভোগ করবেন। রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করার কথা রয়েছে রুমানা মালিক মুনমুনের। এ অনুষ্ঠানের বাইরে একুশে টিভির একটি ঈদ অনুষ্ঠানে মাহি এবার অংশ নিয়েছেন। সেখানে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে একটি গানে পারফর্ম করবেন এই অভিনেত্রী।