Tue. Sep 16th, 2025
Advertisements

Naogaon-Picture-19-06-16খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: নওগাঁ : সাড়াদেশে গুপ্তহত্যাসহ উদ্ভুত পরিস্থিতি নিয়ে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার।
জেলা প্রশাসক ড. আমিনুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, ৪৩ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান পিবিজিএম, জি+, ও র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর হাসান আরাফাত, এডিএম আ.ত.ম. আব্দুল্লাহেল বাকী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, যুগ্ম সম্পাদক পিযুষ কান্তি সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান এক্য পরিষদের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট পিযুষ কুমার সরকার, বৈদ্যনাথ টপ্য, রিচার্ড বাড়ৈ বাপ্পী, গৌতম চন্দ্র দে, নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল প্রমুখ।