Tue. Sep 23rd, 2025
Advertisements

Naogaon_Pic-19.06.16খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: নওগাঁ প্রতিনিধি: গুপ্ত হত্যা ও জঙ্গীবাদের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলার লক্ষে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ, নওগাঁ জেলা ইউনিট কমান্ড নওগাঁ। রবিবার বিকেল ৩টা থেকে ঘন্টাব্যাপী নওগাঁ শহরের লিটন ব্রীজে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। নওগাঁ জেলা ইউনিট কমান্ড হারুন অল রশিদের সভাপতিত্বে এসময় জেলা ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ড দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা কমান্ডার গোলাম সামদানী, পৌর ডেপুটি কমান্ডার এবিএম রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আমরা মুক্তিযোদ্ধারা পাকিস্থানী হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। স্বাধীনতার ৪৫ বছর পর আবারও জঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হচ্ছে। জঙ্গীদের আমরা উত্থান করবো। এছাড়া সকল মুক্তিযোদ্ধাদের বিচার নিশ্চিত করতে হবে এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। মানববন্ধনে প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।