খোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: দেশ ও দেশের বাইরে প্রবল সমালোচনার পরও চীনের একটি শহরে কুকুরের মাংস বিক্রির এক বাৎসরিক উৎসব শুরু হয়েছে।
বিবিসি জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় ইউলিন শহরে ১০ দিনের ওই উৎসবে প্রায় ১০ হাজার কুকুর ও বিড়ালকে হত্যা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
বিতর্কিত এ উৎসবের বিরোধীতাকারীরা বলছেন, এটা আসলে একটি নিষ্ঠুর ঘটনা।
চলতি বছরে কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে কুকুরের মাংস বিক্রির ওই উৎসবের বিরুদ্ধে আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছন তারা।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ওই উৎসবের সরকারি কোনও পৃষ্ঠপোষকতা নেই। তবে বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান উৎসবটি পরিচালনা করছে।
বিবিসি জানায়, চীন, দক্ষিণ কোরিয়া এবং অন্য অনেক দেশেই প্রায় ৫০০ বছর ধরে কুকুরের মাংস খাওয়ার এই উৎসব চলে আসছে। ওই উৎসবে অংশগ্রহণকারীদের বিশ্বাস গীষ্মকালে এই উৎসবের মাংস খাওয়ার ফলে উষ্ণতা হ্রাস পায়।
বিশ্বের অন্যান্যা দেশে এই উৎসব পুরনো হলেও ইউলিনে এটি সম্প্রতি শুরু হয়েছে।