Thu. Sep 18th, 2025
Advertisements

16খোলা বাজার২৪, বুধবার, ২২ জুন ২০১৬: ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিশ্চয়ই প্রযুক্তিসচেতন মানুষ। তাই বলে এত সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন তিনি? সম্প্রতি হ্যাকাররা তাঁর টুইটার ও পিন্টারস্টে অ্যাকাউন্ট হ্যাক করে। ওই সাইট দুটিতে তিনি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন ‘ফধফধফধ’ শব্দটি।
মার্ক জাকারবার্গ নিশ্চয়ই তাঁর অন্যান্য অ্যাকাউন্টে এর চেয়ে জটিল পাসওয়ার্ড ব্যবহার করেন!
কারণ, প্রযুক্তি বিশ্লেষকেরা বলেন, জটিল পাসওয়ার্ড ব্যবহার করলে অ্যাকাউন্ট হ্যাক করা কঠিন। অক্ষর, সংখ্যা, চিহ্ন মিলিয়ে পাসওয়ার্ড জটিল করা যায়।
এ বছর সবচেয়ে সহজ তিনটি পাসওয়ার্ডের তালিকায় রয়েছে ১২৩৪৫৬, ঢ়ধংংড়িৎফ ও ১২৩৪৫। এ ধরনের সহজে অনুমান করা যায়—এমন পাসওয়ার্ড ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।