Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18খোলা বাজার২৪, রবিবার, ২৬ জুন ২০১৬: বিএনপি ক্ষমতায় গেলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আজ রোববার রাজধানীতে আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন ব্যারিস্টার মওদুদ।
বিএনপি নেতা বলেন, তাদের সরকার কাউকে গুম করবে না এবং বিনা বিচারে কাউকে আটকও রাখা হবে না। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে যাঁরা গুমের শিকার হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। স্বজনদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
মওদুদ আহমদ বলেন, ‘আজকে একদিকে গুম-হত্যা, বিচারবহির্ভূত হত্যা, ক্রসফায়ার-এনকাউন্টার চলছে; অন্যদিকে উগ্রবাগ এবং জঙ্গিবাদের উত্থাপন হচ্ছে। এটাও সেই একই কারণ : দেশে কোনো জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্বশীল সরকার নেই। দৃঢ়ভাবে বলতে পারি যে, বিএনপি আবার যদি ক্ষমতায় যায়, বাংলাদেশে কোনো ব্যক্তি গুম হবে না এবং তাকে বিনা বিচারে আটক রাখা হবে না। এবং তাকে বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হবে না। আমরা এটা বন্ধ করে দেব।’