Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, রবিবার, ২৬ জুন ২০১৬: কথায় আছে, সুখে থাকতে ভূতে কিলায়! তেমনই এক পরিস্থিতির শিকার হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাবাসী এক তরুণ চোর। চুরির পর ফেইসবুকে বুক ফুলিয়ে নিজের কৃতিত্ব বর্ণনা করতে গিয়ে শেষমেশ হাজতেই স্থান পেতে হয়েছে তাকে।
ফ্লোরিডার পাইনক্রেস্ট পুলিশের বরাতে রয়টার্স জানায়, ১৮ বছর বয়সী রেডেরিয়াস গ্লেন কলিন্স ও তার দুই সহযোগী ২৭ মে একটি বাড়ি থেকে পাঁচ লাখ ডলারেরও বেশি মূল্যের এবং অন্য একটি বাড়ি থেকে ১০ হাজার ডলারেরও বেশি মূল্যের গয়না ও একটি স্ক্রুড্রাইভার চুরি করেন। পরবর্তীতে গ্লেন ফেইসবুকে সাত মিনিটের একটি ভিডিও আপলোড করেন, যাতে তাদের এ ‘অভিযানের’ ফল নিয়ে বড়াই করতে থাকেন তিনি। এ ভিডিও থেকেই পুলিশ তাকে শনাক্ত করে আটক করে। আর চুরি যাওয়া স্ক্রুড্রাইভারের সূত্র ধরে তার এক সহযোগী ২৭ বছর বয়সী মার্কাস টেরেল পার্কারকে ৯ জুন গ্রেপ্তার করা হয়।
পাইনক্রেস্ট-এর যোগাযোগবিষয়ক পরিচালক মিশেল হ্যামনট্রি রয়টার্সকে জানান, আপলোডকৃত ভিডিওটি থেকেই এ চুরির ঘটনায় সংশ্লিষ্ট তদন্ত পরিচালনা এবং জড়িতদের শনাক্ত ও আটক করা হয়।
এ ঘটনা সম্পর্কে তিনি বলেন, এ ছিল শুধুই মূর্খতার উপরে মূর্খতা।
ফ্লোরিডা পুলিশ জানায়, এ ঘটনায় সন্দেহভাজন তৃতীয় ব্যক্তিকে এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয় নি।