Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

natoreখোলা বাজার২৪, রবিবার, ২৬ জুন ২০১৬: তাপস কুমার, নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। রোববার বেলা ১২টার দিকে উপজেলার সোনাপুর-দয়ারামপুর সড়কের জামালের ইটভাটা এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিকাশ এজেন্ট পান্না আলী (৩৪) কে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সদর উপজেলার জাঠিয়ান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মত মোটরসাইকেলযোগে নাটোর সদর থেকে দয়ারামপুর যাচ্ছিল বিকাশের এজেন্ট পান্না আলী। এসময় উপজেলার সোনাপুর-দয়ারামপুর সড়কের জামালের ইটভাটা এলাকায় ২-৩টি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী তার পথ রোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে জখম করে ১লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পান্নাকে উদ্ধার করে প্রথমে দয়ারামপুর মজুমদার ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমনিুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।