Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

natoreখোলা বাজার২৪, রবিবার, ২৬ জুন ২০১৬: তাপস কুমার, নাটোর: রবিবার সকালে নাটোরের লালপুর উপজেলার লালপুর-বাঘা সড়কের নছিরার বিল নামক স্থান থেকে জুয়েল (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত জুয়েল রাজশাহীর বাঘা উপজেলার মিরগঞ্জ ভানুকর পাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এঘটনায় পুলিশ জুয়েলের বন্ধু একই গ্রামের রয়েজ উদ্দিন মুন্সির ছেলে মাসুদকে (৩০) আটক করেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪ টার দিকে জুয়েল তার বন্ধু সেলুনকর্মী মাসুদের সাথে মোটর সাইকেলে করে বাঘা যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। রাতে মাসুদ বাড়ি ফিরে লোক মারফত জুয়েলের বাবাকে জানায় রাত ৯টার দিকে তারা ঈশ্বরদী থেকে বাড়ি ফেরার সময় লালপুরের নছিরার বিলে ডাকাতের কবলে পড়ে। সে কোন মতে ফিরে আসলেও জুয়েলকে আনতে পারেনি। পরে মাসুদকে সাথে নিয়ে খোজাখুজির এক পর্যায়ে সকালে নছিরার বিল এলাকার সড়কের পাশে জুয়েলের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে নাটোর মর্গে পাঠিয়েছে।
এঘটনায় জুয়েলের বাবা জহুরুল ইসলাম বাদি হয়ে মাসুদকে প্রধান আসামি করে লালপুর থানায় মামলা দায়ের করেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার জানান, নিহত জুয়েলের গোপনাঙ্গের পাশে ধারালো অস্ত্রের আঘাত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জুয়েলের বন্ধু মাসুদের কথা বার্তায় ঘটনার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবার থেকেও এঘটনার জন্য তাকেই দায়ি করা হচ্ছে।