Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ২৬ জুন ২০১৬: আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজার: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে রবিবার ২৬ জুন) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাজার তদারকিমূলক অভিযানে মৌলভীবাজার জেলার সদর উপজেলায় ভোক্তা অধিকার আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে ০৮টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫শত টাকা, মেয়াদ উর্ত্তীণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয়, পণ্যের মোড়কের গায়ে সংশ্লিষ্ট পন্যের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদ উর্ত্তীণের তারিখ না লেখা, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, মূল্যের তালিকা প্রদর্শন না করায়, অপরিস্কার অপরিচ্ছন্য জায়গায় খাদ্যপণ্য প্রস্তুত, মিথ্যা বিজ্ঞাপণ দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা, একই ফ্রিজে কাচা মাংস এবং রান্না করা মাংস রাখার অপরাধে কামাল এগ্রো ফুটস, সেন্ট্রাল রোড, সদর উপজেলা, মৌলভীবাজার ৫ হাজার টাকা। রাধিকা মোহন ষ্টল, সেন্ট্রাল রোড, সদর উপজেলা, মৌলভীবাজার ২ হাজার টাকা। মিনা ফার্মেসী,কোর্ট রোড, সদর উপজেলা, মৌলভীবাজার ২ হাজার টাকা। মায়ের দোয়া ফল ভান্ডার, কোর্ট রোড, সদর উপজেলা, মৌলভীবাজার ১৫ শত টাকা।তাহমিনা ফল ভান্ডার, কোর্ট রোড, সদর উপজেলা, মৌলভীবাজার ১ হাজার টাকা। দত্ত ষ্টোর, টিসি মার্কেট, সদর উপজেলা, মৌলভীবাজার ১ হাজার টাকা। নাইম আহম্মেদ ষ্টোর, শমসের নগর রোড, সদর উপজেলা, মৌলভীবাজার ২ হাজার টাকা। রাজমহল ফুডস এন্ড সুইটস ইন্ড্রাসট্রি, কোর্ট রোড, সদর উপজেলা, মৌলভীবাজার ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।অভিযানে লবণে আয়োডিনের মাত্রা পরীক্ষা করে সন্তোষ্ট হওয়ায় জরিমানা করা হয়নি।অভিযানে সহযোগীতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কমিটির সদস্য জনাব বকসী ইকবাল আহমদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর দিপংকর ব্রক্ষচারী, বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের প্রমোশন অফিসার শান্তনু বরুয়া, বাজার আদায়কারী- মৌলভীবাজার পৌরসভা জনাব মোঃ মুহিবুর রহমান, কৃষি স¤প্রসারণ অফিসার রমজান আলী, সদর মডেল থানার এ এস আই মাসুদ রানা সহ একদল পুলিশ অফিসার।