Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬: সরকার ট্রানজিটের নামে ভারতের কাছে দেশ বিক্রির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
মালয়েশিয়ার জহুর বারুর হোটেল বারজায়া ওয়াটার ফ্রন্টে সোমবার (২৭ জুন) জহুর প্রদেশ বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
হান্নান শাহ বলেন, ‘অবৈধ সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশকে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের ন্যায় উন্নত করতে চাইলে দেশনেত্রীকে আবারও ক্ষমতায় আনতে হবে।’
জহুর প্রদেশ বিএনপির সভাপতি এমজে আলমের সভাপতিত্বে সহ-সভাপতি মোস্তফা হোসেইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, সিঙ্গাপুর বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের প্রমুখ।
পরে হান্নান শাহ এতিমদের মাঝে খাবার বিতরণ ও নগদ অর্থ প্রদান করেন। অনুষ্ঠান সফল করার জন্য জহুর বারুর বিভিন্ন আঞ্চলিক শাখা থেকে বিএনপি নেতাকর্মীরা যোগ দেন।