খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬: প্রত্যেকেই আমরা সফল হতে চাই। সফল হওয়ার জন্য খুঁজে বেড়াই নানান পথ। কিভাবে চললে, কিভাবে গেলে সহজে সফল হওয়া যায়, সে পথই আমরা সবাই খুঁজি। কিন্তু নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে গেলে কিছু মন্ত্র মেনে চলতেই হবে আমাদের। তবেই সাফল্য ধরা দিবে, তার আগে নয়। আজ জেনে নিন সফল হওয়ার সেসব মন্ত্রগুলো।
মনকে স্থির করুন :
সবার আগে মন স্থির করা ভালো, কী হতে চা। নিজের লক্ষ্য স্থির থাকলে জীবনের সঠিক চালটা দেয়া যায় সঠিকভাবে।
সময় জ্ঞান :
যদি লক্ষ্য স্থির থাকে তাহলে সেই কাজের প্রতি সময় দেয়া উচিত। জানেন তো সবুরে মেওয়া ফলে।
হাল ছাড়া যাবে না :
‘হাল ছেড়ো না বন্ধু, বরংৃ’ আবার হাল ধরো। লক্ষ্যে পৌঁছতে গেলে বার বার ব্যর্থ হতে হয়। কিন্তু হতাশ না হয়ে রবার্ট ব্র“শের মতো লড়ে যাওয়াই বুদ্ধিমানের পরিচয়।
অসম্ভব বলে কিছু নেই :
জীবনের ডিকশনারি থেকে ইম্পসিবল শব্দটি রবার দিয়ে মুছে ফেলতে হবে। এরপর অসম্ভবকে সম্ভব করা কোনো ব্যাপারই নয়।
শান্ত থাকতে হবে :
চরম পরিস্থিতে যারা শান্ত থাকতে পারেন তারা সঠিক সময়ে ভালো সিদ্ধান্ত নিতে পারেন। বেশি অস্থির হয়ে পড়লে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, যার ফল খুব খারাপ হয়।
নিজেকে চেনা :
আমরা যে কোনো একটি কাজে বেশ দক্ষ হতে পারি, কিন্তু আমাদের ভিতরে আরো অনেক ক্ষমতা থাকে, যেগুলো হয়তো কোনোদিন এক্সপ্লোর করা হয়নি। ঘুমিয়ে থাকা প্রতিভাগুলিকে খুঁজে বের করা উচিত সবার।
অত্যধিক আত্মবিশ্বাস :
কোনো কাজ করতে গেলে আত্মবিশ্বাস রাখা ভালো কিন্তু অত্যধিক আত্মবিশ্বাসে লক্ষভ্রষ্ট হতে পারে। ক্ষমতা ও বাস্তব পরিস্থিতি বুঝে এগিয়ে চলাই ভালো।