Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আওয়ামী লীগ নেতা মংশৈনু মারমাকে (৫৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাইশারী ইউনিয়নের বাজার থেকে বাড়ি ফেরার সময় মারমা শশ্মানের পাশের রাস্তায় মংশৈনু মারমাকে (৫৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর বাড়ি মারমাপাড়ায়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মংশৈনু মারমার লাশ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, কারা কী কারণে মংশৈনু মারমাকে হত্যা করেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটা নির্বাচনী সহিংসতা হতে পারে বা অন্য কোনো কারণও থাকতে পারে বলে জানান তিনি।
গত ১৩ জুন আওয়ামী লীগের আরেক নেতা মংপ্রু মারমাকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী দুর্বৃত্তরা। দলটির অভিযোগ, জনসংহতি সমিতির (জেএসএস) লোকজন তাঁকে অপহরণ করে নিয়ে গেছে।