খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জুলাই ২০১৬: রাজধানী গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলার ঘটনায় ‘সন্দেহভাজন’ জাকির হোসেন শাওন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার।
গত ৪ জুলাই গুলশান হামলার ঘটনার পর থেকেই নিখোজ ছিলো জাকির হোসেন শাওন। তার মা-বাবা ছেলেকে খুঁজতে আর্টিসানের সামনে ছবি নিয়ে গিয়েছিলেন। সন্তানের খোজে কয়েকবার গুলশান থানার পুলিশের কাছেও গেছেন তারা।
পুলিশ ইউনাইটেড হাসপাতালে জাকিরকে খোঁজার কথা বলে। সেখানে গিয়েও তাঁরা ছেলেকে পাননি। পরে মা-বাবার কাছে থাকা জাকিরের ছবি দেখে ঘটনাস্থলে থাকা সাংবাদিকেরা রক্তাক্ত অবস্থায় এক তরুণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ে যাওয়ার ছবিটি দেখান। ছবি দেখে তারা জাকিরকে চিহ্নিত করেন।
ওইদিনই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক জানান, হামলার ঘটনায় সন্দেহভাজন দুই জঙ্গি হাসপাতালে চিকিৎসাধীন। তবে তিনি কারও নাম-পরিচয় প্রকাশ করেননি।
জাকিরকে ৩ জুলাই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র বলেছে, তাঁকে হাতকড়া পরিয়ে আনা হয়।
জাকিরের মা-বাবার দাবি তাঁদের ছেলে হলি আর্টিসানে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতো।