Mon. Sep 22nd, 2025
Advertisements

7kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ভ্যান চালকসহ ৩ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই ভ্যানচালক ও হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১ জন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত বা নিহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি গাইবান্ধা জেলায় হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে করাতিপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ১৩ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। ভ্যানটি টাঙ্গাইলের বাশাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে ১৩ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও ২ জনের মৃত্যু হয়।