খোলা বাজার২৪, শনিবার, ১৬ জুলাই ২০১৬ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লোকমান মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মীর পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লোকমানের বাড়ি কসবা উপজেলার মাইসকা গ্রামে। তাঁর বাবার নাম ইদ্রিস আলী।
পুলিশের ভাষ্য, লোকমান মিয়া ডাকাতদলের সদস্য। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে মীর পুকুরপাড় এলাকায় ব্যারিকেড দিয়ে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় লোকমান মিয়া নিহত হন।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, নিহত লোকমানের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।