Thu. Oct 16th, 2025
Advertisements

28খোলা বাজার২৪, শনিবার, ১৬ জুলাই ২০১৬: শেখ তোফাজ্জ্বল হোসাইন নাটোর : নাটোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নাটোর আধুনিক সদর হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল কালাম আজাদ প্রমূখ। এবার জেলায় এক হাজার ৩৮৮ কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সের ২২ হাজার ৮২৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের দুই লাখ ১৩ হাজার ৮০৬ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে।