খোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: বিএনপি-জামাত মদদপুস্ট সন্ত্রাস ও জঙ্গিঁদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ।
রবিবার( ১৭ জুলাই) সকালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে তারা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিক্ষোভকারীরা ক্যাম্পাসের ভিতর ও বাহিরের গুরুত্বপূণর্ সড়কগুলো পদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফ, সেক্রেটারী রেজা-ই-এলাহীসহ শাখার অনান্য নেতাকর্মীরা ।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি নাজমুল হাসান আলিফ বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন মিশন বাস্তবায়নের ছাত্রলীগ সর্বদা প্রস্তুত । নেত্রীর যে কোন কর্মসূচিতে ছাত্রলীগ সব সময় মাঠে থাকবে।