Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজকে সরকারী করনের দাবীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়েছে।
আজ সকালে উত্তরবঙ্গের প্রবেশদ্বার চান্দাইকোনা বাসস্টান্ড থেকে অনার্স কলেজ পর্যন্ত প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে কলেজের সকল ছাত্র-ছাত্রি,শিক্ষক-কর্মচারীসহ এলাকার সকল পেশাজীবি মানুষ অংশ গ্রহন করে। মানববন্ধন চলাকালে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পরে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান খান, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব, সাবেক ভিপি ফেরদৌস সরকার শামিম,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৬ সালের ৬ মার্চ খালেদা জিয়ার প্রহসনের নির্বাচন প্রতিহত করতে গিয়ে এই কলেজের ৪জন ছাত্রলীগের নেতা কর্মী নিহত হয়। এই কলেজে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা ২৭ বার পথসভা ও জনসভা করেছেন। তিনি আওয়ামীলীগ সরকার গঠন করলে এই কলেজ সরকারীকরন করা হবে বলেও ঘোষনা দিয়েছিলেন। এছাড়া সকল গনত্রান্ত্রিক আন্দোলনে এই কলজে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে আসছে। কিন্তু একটি গোষ্ঠি রায়গঞ্জের অন্য একটি কলেজকে সরকারী করনের জন্য জোর তৎপরতা চালাচ্ছে। ৪৫ বছরের পুরাতন এই কলেজকে সরকারী করনের জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করে ১৫দিন ব্যাপী আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষনা দেয়া হয়।