খোলা বাজার২৪, সোমবার, ১৮ জুলাই ২০১৬: গ্রীষ্মকালীন অবকাশ এবং পবিত্র রমজান, জুমাতুল বিদা এবং ঈদুল ফিতরের ৪১ দিনের ছুটি শেষে সোমবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।
এরই মধ্যে শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ।
এর আগে ১৩ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। ছুটি উপলক্ষে ৩ থেকে ১২ জুলাই পর্যন্ত সব আবাসিক হল বন্ধ রাখা হয়।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন জানান, গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শেষে আজ থেকে ক্যম্পাসে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় এরই মধ্যে ক্যাম্পাস মুখরিত হয়ে উঠেছে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করার ক্ষেত্রে যার যার পরিচয়পত্র দেখে ও জিজ্ঞাসাবাদ করে ফটকের ভেতরে প্রবেশ করানো হচ্ছে।