Sat. Sep 20th, 2025
Advertisements

34খোলা বাজার২৪, সোমবার, ১৮ জুলাই ২০১৬: নওগাঁ : নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে নৈশ্য প্রহরীকে বেঁধে রেখে একটি কিটনাশক দোকানের সাড়ে ৫ লক্ষাধীক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। রাতে ওই বাজারে আরো দুটি মুদি দোকানে হানা দেয় সংঘবদ্ধ ডাকাত দল ।
ওই বাজারের কুতকুতি তোলাস্থ নৈশ্যপ্রহরি আবুল হোসেন (৬৫) জানান, রবিবার রাত অনুমান আড়াইটায় ১০-১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল চাকু ও লাঠিশোটা নিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে বাহজারের পশ্চিমে রাস্তার পার্শ্বে ফেলে রেখে দোকানে লুটপাট করে। আলতাব প্লাজার মরিয়ম ট্রেড্রার্সের কিটনাশকের দোকানের মালিক আব্দুল মজিদ জানান, তার দোকানের ভিরতাকো, এ্যমিস্টার, এনামসহ ৫লক্ষ ৫৪ হাজার ৭শত টাকার কিটনাশক মালামাল লুট করে নিয়ে গেছে। এসময় কুতকুতি তোলাস্থ জলু হোসেনের একটি মুদি দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করলেও কোন মালামাল নেয়নি বলে দোকান মালিক জানান। এছাড়া বাজারের পশ্চিম পার্শ্বে তেতুল তুলি নামক স্থানে তোজাম্মেল হোসেনের একটি মুদি দোকানে সিগারেটসহ প্রায় দেড়হাজার টাকার মালামাল নিয়ে যায় বলে দোকান মালিক জানান।
এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।