Tue. Sep 23rd, 2025
Advertisements

35খোলা বাজার২৪, সোমবার, ১৮ জুলাই ২০১৬: নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলার রহিমাপুর গ্রামের শমসের আলীর ছেলে মামুনুর রশীদ মামুন হত্যার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ের প্রধান সড়কের পাশে কর্মসুচী পালন করা হয়। এ সময় নিহতের মা দেলোয়ারা বেগম, স্ত্রী রেবেকা বানু ও মামুনের আট বছরের ছেলে মুকতাছির হোসেনসহ এলাকাবাসি অংশগ্রহন করেন।
মামলা সূত্রে জানা গেছে, একই গ্রামের জিয়াউরের স্ত্রী সাথী আক্তারের সাথে পরাকীয়ার জের ধরে গত ২৮ মে নিহত মামুনুর রশীদকে মারপিট করে হত্যা করা হয়। পরে তাকে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ হত্যা মামলা গ্রহণ না করে বিষয়টি ভিন্ন খাতে নেয়ার জন্যে ইউডি মামলা দায়ের করে। এমতাবস্থায় বাধ্য হয়ে নিহত মামুনুর রশীদের স্ত্রী রেবেকা গত ২৯ জুন আদালতে ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক থানা পুলিশকে মামলা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
বক্তরা অভিযোগ করেন, আদালতের নির্দেশে থানা পুলিশ মামলা রেকর্ড করলেও ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে ষড়যন্ত্র করছে পুলিশ। অপরদিকে মামলার আসামীরা বীরদর্পে এলাকায় চলাফেরা করলেও তাদের গ্রেফতার করছে না পুলিশ।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবের রেজা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আদালতের নির্দেশ মোতাবেক পুলিশ কাজ করছে। অপর প্রশ্নে তিনি আরো বলেন, আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।