খোলা বাজার২৪, সোমবার, ১৮ জুলাই ২০১৬: রাজশাহী : রাজশাহীর পবা, মোহনপুর ও বাঘা উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। এ সময় স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর উপপরিচালক (ডিডি) দেওয়ান শাহরিয়ার ফিরোজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি এবং পবা, মোহনপুর ও বাঘা উপজেলার নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। পবা উপজেলার শপথ নেওয়া চেয়ারম্যানগণ হলেন, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের কামরুল হাসান রাজ, বড়গাছির সোহেল রানা, পারিলার সাইফুল বারী ভুঁইয়া হড়গ্রামের আবুল কালাম আজাদ, হরিপুরের বজলে রেজবী আল হাসান মুঞ্জিল, হুজুরীপাড়ার আক্তার হোসেন ও দামকুড়ার আবদুস সালাম। বাঘা উপজেলার চেয়ারম্যানেরা হলেন, আড়ানী ইউপির রফিকুল ইসলাম, চকরাজাপুরের আজিজুল আলম ওবাউসার শফিকুর রহমান। মোহনপুর উপজেলার শপথ নেওয়া চেয়ারম্যানেরা হলেন, বাকশিমইল ইউপির আল মোমিন শাহ গাবরু, ধুরইলের কাজেম উদ্দিন, ঘাসিগ্রামের আজাহারুল ইসলাম বাবুল, রায়ঘাটির খলিলুর রহমান, জাহানাবাদের এমাজ খান ও মৌগাছীর আলামিন বিশ্বাস । এর আগে গত ৪ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারা চেয়ারম্যান নির্বাচিত হন।